যিনি তোমাকে হরহামেশা অবলোকন করেছেন, তার দিকে চোখ ফিরিয়ে রাখো।
যিনি তোমার সামনে আছেন,তাকে সবসময় সামনে রাখো।
যিনি তোমাকে মহাব্বত করেন,তোমার উচিত তাকে মহাব্বত করা।
যিনি তোমাকে ডাকেন,তোমার উচিত তার ডাকে সারা দেওয়া।
যিনি তোমাকে হিজরত করেছেন তোমার উচিত তার কুদরতি হাতে নিজেকে সোপর্দ করে দেওয়া।
ঈমানদার সবসময় মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করে আর মুনাফেক নির্ভর করে তার ধন সম্পদের উপর।
যে লোক নিজেকে শিক্ষা দিতে পারেনা সে অপরের শিক্ষক হবেন কি করে?
যে আল্লাহ তায়ালা কে ভয় করে সে বিনয়ী হয়

